Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দাফেউল বালা
স্থান
শাহবাজপুর ইউনিয়ন,শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।
বিস্তারিত

+দাফেউল বালাঃ

 

তাহখানা সংলগ্ন পুকুরটির নাম ‘দাফেউল বালা’। এটি খুব মাহাত্মপূর্ণ জলাশয়। কথিত আছে খাসমনে এর পানি পান করলে যে কোন প্রাচীন পীড়া সেরে যায়। এজন্য এ পুকুরের পানি জাতি ধর্ম নির্বিশেষে সবার নিকট পবিত্র। রোগ-ব্যাধি মুক্ত হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমান এই পানি ব্যবহার করেন। বিশেষত উরশের সময় এ পানি নেয়ার জন্য হাজার হাজার লোকের ভিড় হয়ে থাকে। কথিত আছে শাহ নেয়ামতউল্লাহর সময়ে বিশেষ কারণে এ পুকুরের পানি নষ্ট হয়ে যায়। মানুষ কিংবা অন্য কোন পশু বা জীব-জন্তু এ পানি পান করলেই মারা যেত। শাহ সাহেব কয়েকজন মুরীদসহ এখানে উপস্থিত হন এবং সকলে মিলে পুকুরের পানি পান করেন। সঙ্গে সঙ্গে পানি ভাল হয়ে যায়।