Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
তরতীপুর
Location
শিবগঞ্জ,চাঁপাইনবাবগঞ্জ।
Contact
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। ফোনঃ ০৭৮২৫-৭৫০০৭
Details
 তরতীপুরঃ এককালে এ অঞ্চল পাট আমদানি ও রপ্তানির কেনদ্র ছিল। সহানটি পাগলা নদীর তীরে শিবগঞ্জ হতে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। কেউ কেউ একে তকতীপুর নামে অভিহিত করেন। এটা হিন্দুদের পবিত্র তীর্থস্থান। এখানকার গঙ্গাজল হিন্দুদের কাছে সর্বাপেক্ষা পবিত্র। প্রতি বৎসর শ্রীপঞ্চমী উপলক্ষে এ তীর্থ ক্ষেত্রে গঙ্গাস্নানের মেলা অনুষ্ঠিত হয়। ভারত ও অন্যান্য স্থানের বহু হিন্দু নর-নারী এই তীর্থ ক্ষেত্রে এসে গঙ্গাস্নান করে অশেষ পূণ্য সঞ্চয় করেন। দৈব-দুর্বিপাকে ও অসুখ-বিসুখে এখানকার গঙ্গাজল ব্যবহৃত হয়। শিবগঞ্জ উপজেলা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নির্দশনের জন্য পর্যটকদের আকৃষ্ট করলেও এখানে পর্যটনের বিকাশের জন্য সুপরিকল্পিত কোন অবকাঠামো গড়ে উঠেনি। পর্যটকদের জন্য উন্নত মানের হোটেল,মোটেল, রেস্টুরেন্ট, বিভিন্ন নিদর্শনের পাশে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা ও রাস্তা-ঘাট নির্মাণ/মেরামত সংস্কার করা জরুরী। এছাড়া শিবগঞ্জ উপজেলার বিভিন্ন দর্শনীয়, ঐতিহাসিক, স্থান ও স্থাপনা বিষয়ে পর্যটকদের আকৃষ্ট করতে ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।