Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সোনামসজিদ স্থলবন্দর
বিস্তারিত

শিবগঞ্জ উপজেলা পরিষদ থেকে প্রায় ১৯ কিমি উত্তরে শাহাবাজপুর ইউনিয়নে অবস্থিত দেশের উলেলখযোগ্য স্থল বন্দর সোনামসজিদ স্থল বন্দর। এ স্থল বন্দর দিয়ে সারা বছরই ফল, কয়লা, পাথর, মসলা ও কৃষি পন্য প্রভৃতি আমদানী হয়।  এতে করে বন্দর অঞ্চলে গড়ে উঠেছে স্থানীয় বাজার। এ বাজারে ব্যবসা বানিজ্যের অবস্থানও সবসময় রমরমা থাকে। এই পোর্টকে কেন্দ্র করে অনেক লোকজনের সমাবেশ ঘটায় ব্যবসা বানিজ্যের সকল সেক্টরে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। ব্যবসা বানিজ্য পরিচালনায় কেন্দ্র হিসেবে স্থানীয়ভাবে কিছু হাটবাজারও রয়েছে। সোনামসজিদ স্থল বন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর। এ বন্দর দিয়ে সারা বছরই ফলমুল,গম,ভূট্টা,মসলা,বিভিন্ন কৃষিপণ্য,পাথর,কয়লা,সিমেন্ট তৈরীতে ব্যবহ্নত ছাই আমদানী করা হয়। জেলা সদর হতে প্রায় ৪৯ কিমি দূরে ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের পাশে এ স্থল বন্দরটি অবস্থিত।